Information

জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম

জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম জানতে চাচ্ছেন? জান্নাতি মহিলা সাহাবীদের নাম জানুন এই পোস্ট থেকে। 

দুনিয়ার বুকে থেকেই জান্নাতের সুখবর পেয়েছে ইসলামে এমন ১২ জন মহিলা সাহাবী রয়েছে। বেশিরভাগ মুসলিম এই ১২ জন জান্নাতি মহিলা সাহাবীদের নাম জানি না। 

তাই এই পোস্টে, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১২ জন মহিলা সাহাবীদের নাম উল্লেখ করা হবে। তো চলুন, দেরি না করে মূল আলোচনা শুরু করি। 

জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম

এখন পর্যন্ত মহিলা সাহাবীদের মধ্যে সর্বমোট ১২ জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত হয়েছেন। নিচে ১২ জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম উল্লেখ করা হয়েছে। 

  • খাদিজা বিনতে খুওয়াইলিদ রাঃ ( রাসূল (সা) এর স্ত্রী)
  • হযরত আয়েশা রাঃ (রাসূল (সা) এর স্ত্রী)
  • হাফসা রাঃ ( রাসূল (সা) এর স্ত্রী)
  • ফাতেমা রাঃ (রাসূল (সা) এর কন্যা)
  • উম্মে সুলাইম রাঃ (আবু তালহা রাঃ এর স্ত্রী)
  • সুমাইয়া রাঃ (ইসলামের ইতিহাসে প্রথম শহীদ নারী)
  • মরিয়ম (আ.) (ঈসা আঃ মা )
  • উম্মে হারাম বিনতে মিলহাম  (আনাস রাঃ এর খালা)
  • আসিয়া রাঃ (ফেরাউনের স্ত্রী)
  • গুমায়সা বিনতে মিলহান (রাঃ)
  • সুরাইয়া আল আসাদিয়া
  • রবি বিনতে মুআওযায।

উপরে উল্লেখিত ১২ জন মহিলা সাহাবীরা দুনিয়াতে বেঁচে থাকা কালীন জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। 

জান্নাতি মহিলা সাহাবীদের নাম

এখন পর্যন্ত ১২ জন জান্নাতি মহিলা সাহাবীদের নাম আমরা পেয়েছি। এই ১২ জন জান্নাতে মহিলা সাহাবীগণ দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তাদের নামগুলো হচ্ছে…. 

  1. খাদিজা (রাঃ)  
  2. হাফসা (রাঃ) 
  3. হযরত আয়েশা (রাঃ)  
  4. ফাতেমা (রাঃ)  
  5. আসিয়া (রাঃ) 
  6. উম্মে সুলাইম (রাঃ) 
  7. সুমাইয়া (রাঃ) 
  8. মরিয়ম (রাঃ)
  9. উম্মে হারাম (রাঃ) 
  10. গুমায়সা (রাঃ) 
  11. সুরাইয়া আল আসাদিয়া (রাঃ) 
  12. রবি (রাঃ)

জান্নাতি নারীদের নাম

ইসলামের হাতেগোনা কয়েকজন নারী দুনিয়ার বুকে থেকেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। নিচে সেই জান্নাতি নারীদের নাম উল্লেখ করা হলো। 

  • ফাতিমা বিনতে মুহাম্মদ (রা.)
  • খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা.)
  • উম্মে সুলাইম (রা.)
  • সুমাইয়া (রা.)
  • হযরত আয়েশা (রা.)
  • মরিয়ম (আ.)
  • উম্মে হারাম বিনতে মিলহান (রা.)
  • হাফসা (রা.)
  • আসিয়া (রা.)
  • গুমায়সা বিনতে মিলহান (রা.)
  • সুরাইয়া আল আসাদিয়া
  • রবি বিনতে মুআওযায

স দিয়ে মহিলা সাহাবীদের নাম অর্থসহ

স দিয়ে বেশ কয়েকটি মহিলা সাহাবীদের নাম রয়েছে। যে নামগুলো নিচে উল্লেখ করার চেষ্টা করেছি। 

  • সুমাইয়া (রাঃ)
  • সুখাইলা (রাঃ)
  • সুবাইতা (রাঃ)
  • সাইদা (রাঃ)
  • সীরিন(রাঃ)
  • সাখবারা (রাঃ)
  • সালামা (রাঃ)
  • সাফিয়া (রাঃ)
  • সুমাইতা (রাঃ)
  • সামুরা (রাঃ)
  • সাবিয়া (রাঃ)
  • সাফা (রাঃ)
  • সাহলা (রাঃ)
  • সানা (রাঃ)।

উপরে স দিয়ে মহিলা সাহাবীদের নাম উল্লেখ করেছি। স দিয়ে আরও মহিলা সাহাবীদের নাম থাকতে পারে। সে নামগুলো আপনি কমেন্ট করতে পারেন। 

mohila sahabi name

রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর যুগে অসংখ্য মহিলা সাহাবী ছিলেন। নিচে আমরা বেশ কয়েকটি mohila sahabi name উল্লেখ করলাম। 

  • আফিফা রাদিয়াল্লাহু
  • আসমা রাদিয়াল্লাহু
  • শাহিমা রাদিয়াল্লাহু
  • হাফসা রাদিয়াল্লাহু
  • কারিমা রাদিয়াল্লাহ
  • রুফাইদা রাদিয়াল্লাহ
  • আমিনা রাদিয়াল্লাহু
  • রাকিকা রাদিআল্লাহ
  • নাফিসা রাঃ
  • উমামা রাদিয়াল্লাহ
  • লায়লা রাদিয়াল্লাহ
  • হুযাফা রাদিয়াল্লাহ
  • ফারিয়া রাদিয়াল্লাহ
  • হালিমা রাদিয়াল্লাহু
  • উম্মে মাবাদ রাদিয়াল্লাহু
  • উম্মে আইমান রাদিয়াল্লাহু
  • রাবাব রাদিয়াল্লাহু
  • দুররা রাদিয়াল্লাহ
  • আসিয়া রাদিয়াল্লাহু
  • রায়হানা রাদিয়াল্লাহ
  • আরওয়া রাদিয়াল্লাহু
  • লুবাবা রাদিয়াল্লাহু
  • জামিলা রাদিয়াল্লাহু
  • কারিমা রাদিয়াল্লাহু
  • আলিয়া রাদিয়াল্লাহ
  • সুমাইয়া (রাঃ)
  • সুখাইলা (রাঃ)
  • সুবাইতা (রাঃ)
  • সাফিয়া (রাঃ)
  • সুমাইতা (রাঃ)
  • সামুরা (রাঃ)
  • সাবিয়া (রাঃ)
  • সাফা (রাঃ)
  • সাহলা (রাঃ)
  • সাইদা (রাঃ)
  • সীরিন(রাঃ)
  • সাখবারা (রাঃ)
  • সালামা (রাঃ)
  • সানা (রাঃ)।

প্রকৃতপক্ষে মহিলা সাহাবীদের সংখ্যার কোন শেষ ছিল না। তাই উপরোক্ত তালিকার বাইরেও যদি মহিলা সাহাবীর নাম আপনার জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। 

সারকথা 

জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম উপরে উল্লেখ করেছি। এর পাশাপাশি মহিলা সাহাবীদের নাম ও উল্লেখ করা হয়েছে। তাই আজকের পোস্ট মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য শেয়ার করতে ভুলবেন না। 

এছাড়া আজকের পোস্ট নিয়ে আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ। 

Nawshin Kotha

I am Nawsin Hasan Kotha. I am Living in USA. I am a SEO expert.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button