রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট দেখার নিয়ম
পরীক্ষার রেজাল্ট বের করতে চাচ্ছেন কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট দেখার নিয়ম জানেন না। আজকের এই পোস্টে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট বের করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
আগের দিনে পরিক্ষার রেজাল্ট জানতে স্কুল/কলেজে যেত হতো। কিন্তু বর্তমান ডিজিটাল যুগে, যেকোনো পরিক্ষার রেজাল্ট ঘরে বসে জানতে পারবেন।
তবে শুধু রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে পরীক্ষার রেজাল্ট জানা সম্ভব হবে না। অনলাইনে যেকোনো পরীক্ষার রেজাল্ট জানতে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বার দুটোই দরকার।
তাই চলুন, অনলাইনে রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এসএসসি/এইচএসসি পরীক্ষায় রেজাল্ট দেখার নিয়ম জেনে নেই।
অনলাইনে রেজাল্ট বের করতে যা যা লাগবে-
- পরিক্ষার নাম;
- পরিক্ষার সাল;
- শিক্ষাবোর্ডের নাম;
- পরিক্ষার রোল নাম্বার;
- পরিক্ষার রেজিস্ট্রেশন নাম্বার।
রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট দেখার নিয়ম
রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে পরিক্ষার রেজাল্ট দেখতে www.educationboard.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করবেন। এবার পরীক্ষার নাম, উক্ত পরীক্ষার সন, শিক্ষা বোর্ডের নাম, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করুন।
- প্রথমে ভিজিট করুন www.educationboard.gov.bd এই লিংকে;
- তারপরে, Examination বক্সে পরিক্ষার নাম নির্বাচন করুন;
- এবার, Year বক্সে আপনার পরিক্ষার সাল নির্বাচন করবেন;
- Board এর বক্সে নিজস্ব শিক্ষাবোর্ড নির্বাচন করবেন;
- এরপরে, Roll এর বক্সে পরিক্ষার রোল নাম্বার এবং Reg: No এর বক্সে পরিক্ষার রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করুন;
- সবশেষে ক্যাপচা ফিলাপ করে Submit বাটনে ক্লিক করলে উক্ত পরিক্ষার রেজাল্ট বের হবে।
রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট বের করার নিয়ম ২০২৪
রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট বের করতে educationboard.gov.bd লিংকে ক্লিক করে পরিক্ষার নাম, পরিক্ষার সাল, শিক্ষাবোর্ড নির্বাচন করুন।
তারপরে, রোল এবং রেজিস্ট্রেশন টাইপ করে নিচের ক্যাপচা পূরণ করবেন। সবশেষে Submit বাটনে ক্লিক করলে আপনার পরীক্ষার রেজাল্ট বের হবে।
পরীক্ষার রেজাল্ট দেখার পাশাপাশি এখান থেকে মার্কশিটও সংগ্রহ করতে পারবেন।
রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট বের করুন
রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট বের করতে প্রথমে educationboardresults.gov.bd সাইটে ভিজিট করুন। তারপরে Examination এর ঘরে SSC, Year এর ঘরে পরিক্ষার সাল এবং Board এর ঘরে শিক্ষাবোর্ড নির্বাচন করুন।
এরপরে, Roll এবং Reg: No এর ঘরে যথাক্রমে পরীক্ষার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখে ক্যাপচা পূরণ করে Submit বাটনে ক্লিক করুন।
রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এইচএসসি রেজাল্ট বের করার নিয়ম
রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এইচএসসি রেজাল্ট বের করতে ভিজিট করুন educationboardresults.gov.bd এই ওয়েবসাইটে;
- তারপরে, Examination এ HSC নির্বাচন করবেন;
- এবার, Year এবং Board এ পরিক্ষার সাল ও শিক্ষাবোর্ড নির্বাচন করুন;
- এরপরে, Roll এবং Reg: No নাম্বার যথাক্রমে প্রদান করবেন;
- সবশেষে, ক্যাপচা ফিলাপ করে Submit বাটনে ক্লিক করলে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন।
রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অনার্স রেজাল্ট দেখার নিয়ম
- এজন্য প্রথমে https://www.nu.ac.bd/results/ সাইটে ভিজিট করুন;
- তারপরে, Honours এ ক্লিক করে কোন ইয়ারের রেজাল্ট বের করতে চাচ্ছেন তা সিলেক্ট করুন;
- এবার রোল নাম্বার, রেজিস্টারেশন নাম্বার, পরীক্ষার সাল এবং ক্যাপচা পূরণ করবেন;
- সবশেষে Search Result বাটনে ক্লিক করলে অনার্স পরিক্ষার রেজাল্ট বের হবে।
শেষ কথা
আজকের এই পোস্টে রেজাল্ট বের করার বেশ কয়েকটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকের পোস্ট সম্পূর্ণ পড়লে এসএসসি, এইচএসসি ও অনার্স পরীক্ষার রেজাল্ট বের করতে পারবেন সহজেই। এরকম আরো শিক্ষা বিষয়ক তথ্য পেতে Onubad Media ওয়েবসাইটের সাথেই থাকুন।