Education

অনার্স এর পূর্ণরূপ কি | honours এর পূর্ণরূপ কি

আপনি কি অনার্সে পড়াশোনা করছেন কিন্তু অনার্স এর ফুল মিনিং কি জানেন না? আজকের এই পোস্টে অনার্স এর পূর্ণরূপ কি, honours এর পূর্ণরূপ কি এবং honours full meaning এসব সম্পর্কে জানতে পারবেন। 

বর্তমান সময়ে বেশিরভাগ শিক্ষার্থী অনার্সের পূর্ণরূপ কি  হবে যা বলতে পারে না। হুট করে যদি কেউ অনার্স মানে কি জানতে চায় তাহলে অধিকাংশ শিক্ষার্থী মনগড়া অথবা ভুল উত্তর দেবে। 

তাই আপনিও যদি অনার্সের শিক্ষার্থীর হয়ে থাকেন তাহলে আজকের পোস্ট থেকে অনার্স এর পূর্ণরূপ কি হবে জেনে নিন। 

অনার্স এর পূর্ণরূপ কি 

অনার্স ইংরেজি শব্দ। অনার্স এর ইংরেজি বানান honours।  অনার্স এর পূর্ণরূপ হচ্ছে Undergraduate Bachelor’s Degree Containing  A Large Volume Of Material.

অনার্স এর ফুল মিনিং কি 

অনার্স এর ফুল মিনিং হল Undergraduate bachelor’s degree containing a large volume of material. এছাড়া অনার্স এর বাংলা ফুল মিনিং ব্যাচেলর অফ অনার্স। 

honours এর পূর্ণরূপ কি

honours মূলত ইংরেজি একটি শব্দ। honours এর পূর্ণরূপ হল Undergraduate bachelor’s degree containing a large volume of material.

অন্যভাবে honours এর পূর্ণরূপ আন্ডারগ্রাজুয়েট ব্যাচেলর’স ডিগ্রী কনটেইনিং এ লার্জ ভ্যালু অফ ম্যাটেরিয়াল। 

honours full meaning

honours full meaning Undergraduate bachelor’s degree containing a large volume of material. 

অনার্স এর বাংলা মানে কি

অনার্স আমাদের দেশের কমন একটি ইংরেজি শব্দ। একজন শিক্ষার্থীর জন্য অনার্স এর ফুল মিনিং এবং অনার্স এর বাংলা মানে জানা দরকার। অনার্স এর বাংলা মানে স্নাতক। 

অনার্স এর ইংরেজি কি

একজন শিক্ষার্থীর কাছে অনার্স এর ইংরেজি বানান খুবই জটিল। কারণ সচরাচর ইংরেজি অন্যান্য বানানের চেয়ে অনার্স বানানোর অনেকটা ভিন্নতা রয়েছে। কারণ অনার্স বানানোর প্রথম শব্দ শুরু হয় H দিয়ে। অনার্স এর ইংরেজি Honours. 

Honours এর বাংলা অর্থ কি

Honours এর বাংলা অর্থ স্নাতকোত্তর। অর্থাৎ, অনার্স এর বাংলা অর্থ হচ্ছে স্নাতকোত্তর। 

অনার্স এর সংক্ষিপ্ত রূপ কি

অনার্স এর নির্দিষ্ট কোন সংক্ষিপ্ত রূপ নেই। তবে বেশিরভাগ শিক্ষক মনে করেন অনার্স এর সংক্ষিপ্ত রূপ বিএ(BA)। 

স্নাতক মানে কোন ক্লাস

স্নাতক মানে কোন ক্লাস অনার্স বা বিএ। অর্থ্যাৎ, যারা বিএ বা অনার্সে পড়ালেখা করে সেটাই স্নাতক ক্লাস। 

স্নাতক মানে কি in english

স্নাতক মানে হচ্ছে অনার্স বা বিএ। স্নাতক এর ইংরেজি নাম honours.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button