Education

ইনকোর্স পরীক্ষা না দিতে পারায় আবেদন পত্র নমুনা 

অসুস্থতার কারণে ইনকোর্স পরীক্ষা দিতে পারেন নাই, তাহলে এই ব্লগ থেকে ইনকোর্স পরীক্ষা না দিতে পারায় আবেদন পত্র লেখার নিয়ম জেনে নিন। 

বিভিন্ন কারণে অনেক শিক্ষার্থী ইনকোর্স পরীক্ষা দিতে পারে না। বিশেষ করে, অসুস্থতার কারণে অধিকাংশ শিক্ষার্থী ইনকোর্স পরীক্ষায় উপস্থিত হতে পারে না। 

তাই চলুন, ইনকোর্স পরীক্ষা না দিতে পারায় অধ্যক্ষ বরাবর আবেদন পত্র লেখার নিয়ম জেনে নেওয়া যাক। 

ইনকোর্স পরীক্ষা না দিতে পারায় আবেদন পত্র নমুনা 

 

তারিখঃ ২০/১২/২০২৪ ইং 

বরাবর 

অধ্যক্ষ 

ঢাকা কমার্স কলেজ, ঢাকা । 

বিষয়ঃ ইনকোর্স পরীক্ষা না দিতে পারায় আবেদন পত্র 

শ্রদ্ধেয় মহোদয়, 

বিনীত নিবেদন এই যে, আমি মোঃ রাজু আহমেদ আপনার কলেজের অনার্স ২য় বর্ষের একজন নিয়মিত ছাত্র। আমি গত ১৫ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত প্রচন্ড জ্বরের কারণে ইনকোর্স পরীক্ষায় উপস্থিত হতে পারি

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমাকে পুনরায় আবারো অনার্স ২য় বর্ষের ইনকোর্স পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিন। 

বিনীত নিবেদক

মোঃ রাজু আহমেদ 

শ্রেণীঃ অনার্স ২য় বর্ষ 

রোলঃ ২৬০ 

বিভাগঃ মা

অসুস্থতার কারণে পরীক্ষায় অনুপস্থিতির আবেদন নমুনা 

 

তারিখঃ ২০ ডিসেম্বর ২০২৪ 

বরাবর 

অধ্যক্ষ 

ঢাকা সিটি কলেজ, ঢাকা। 

বিষয়ঃ অসুস্থতার কারণে পরীক্ষায় অনুপস্থিতির আবেদন 

শ্রদ্ধেয় মহোদয়,

সবিনয় নিবেদন এই যে, আমি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের অনার্স ১ম বর্ষের একজন নিয়মিত শিক্ষার্থী। গত ১৪ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর প্রচন্ড জ্বরে একদম বিছানায় পড়ে ছিলাম। এ কারণে এই দুই দিন ইনকোর্স পরীক্ষা দিতে পারি নাই। 

তাই মহোদয়ের নিকট আকুল আবেদন আমাকে ইনকোর্স পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিন। 

বিনীত নিবেদক 

মোঃ আবুল বাশার 

শ্রেণীঃ অনার্স ১ম বর্ষ 

রোলঃ ১৯০

বিভাগঃ বিজ্ঞান 

সারকথা 

যারা অসুস্থ বা অন্য কোন কারণে ইনকোর্স পরীক্ষা দিতে পারেন নাই। তারা উপরোক্ত নমুনা অনুসরণ করে অধ্যক্ষের কাছে আবেদন পত্র জমা দিন। তাহলে আশা করা যায়, অধ্যক্ষ আপনাকে ইনকোর্স পরীক্ষা দেওয়ার অনুমতি দিবে। 

FAQ

ইনকোর্স পরীক্ষা কি? 

ইনকোর্স পরীক্ষা হচ্ছে একটা কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত যাচাইকরণ পরিক্ষা‌। এই পরিক্ষা সম্পূর্ণ বই থেকে প্রশ্ন করা হয় না। সাধারণত কোন অধ্যায় বা চ্যাপ্টারের উপর ভিত্তি করে পরীক্ষা নেওয়া হয়। 

তবে একেক কলেজে একেক রকম ভাবে ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। সচরাচর সকল কলেজে আলাদা আলাদা ভাবে ইনকোর্স পরীক্ষা হয়।  

ইনকোর্স পরীক্ষা না দিলে কি হয়? 

অনার্সে ইনকোর্স পরীক্ষা আবশ্যক। প্রত্যেক শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে ইনকোর্স পরীক্ষা দিতেই হবে। যে সব শিক্ষার্থী ইনকোর্স পরীক্ষা না দিবে তারা  ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। 

তাই ইনকোর্স পরীক্ষা না দিলে অনার্স ফাইলান পরীক্ষাও দেওয়া হবে না। তবে অসুস্থতার কারণে ইনকোর্স পরীক্ষা না দিতে পারলে উপরোক্ত নমুনা অনুসরণ করে অধ্যক্ষের কাছে আবেদন পত্র লিখুন। 

ইনকোর্স পরীক্ষায় ফেল করলে কি হয়?

ইনকোর্স পরীক্ষায় ফেল করলে ফাইলান পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। অর্থ্যাৎ, কোন শিক্ষার্থী যদি ইনকোর্স পরীক্ষায় ফেল করে তাহলে সে অনার্স ফাইলান পরীক্ষা উত্তীর্ণ হতে পারবে না। 

Nawshin Kotha

I am Nawsin Hasan Kotha. I am Living in USA. I am a SEO expert.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button