Health

গলা ব্যাথার ঔষধের নাম | গলা ব্যথার ট্যাবলেট এর নাম

আপনার কি গলা ব্যাথা হয়েছে কিন্তু গলা ব্যাথার ঔষধের নাম জানেন না? আজকের এই পোস্টে গলা ব্যথার ট্যাবলেট এর নাম বাংলাদেশ ও ঢোক গিলতে গলা ব্যথার ওষুধ নাম এসব সম্পর্কে জানতে পারবেন।

বর্তমান সময়ে গলা ব্যথা কমন একটি রোগ। গলা ব্যথাকে সচরাচর টনসিল বলা হয়। গলা ব্যথা হলে ঢোক গিলতে প্রচুর সমস্যা হয়। তবে গলা হলে বেশী ভয় পাবার কিছু নেই। এটা মারাত্মক কোন রোগ নয়। 

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ খেলেই ৩/৫ দিনের মধ্যেই গলা ব্যথা দূর হয়ে যাবে। তো চলুন, বড়দের ও বাচ্চাদের গলা ব্যাথার ঔষধের নাম জেনে নেই। 

গলা ব্যথার কারণ

সাধারণত বেশিরভাগ সময় অতিরিক্ত ঠান্ডার কারণে গলা ব্যাথা হয়। এছাড়া এলার্জি জনিত কারণে অনেকের গলা ব্যথা হয়ে থাকে।

গলা ব্যাথার ঔষধের নাম কি 

যাদের অতিরিক্ত গলা ব্যথা বা গলা ব্যথার কারণে ঢোক গিলতে পারেন না তারা নিম্নের ঔষধ গুলো সেবন করতে পারেন। তবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ঔষুধ খাওয়াই উচিত না। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিম্নের ঔষুধগুলো সেবন করবেন। 

  • নাপা (Napa)
  • নাপা এক্সটেন্ড (Napa Extend)
  • রোলাক (Rolac)
  • শোয়ালেক্স (Sualex)
  • ডক্সিক্যাপ (Doxicap)  
  • ই ফিক্স (E- Fix)
  • জিরোডল -পি (Zerodol)
  • টিডোসিল (Tidosil)
  • মকশাশিল (Moxasasil)
  • জিম্যাক্স (Zimax)

গলা ব্যথার ট্যাবলেট এর নাম বাংলাদেশ

ঋতু পরিবর্তনের সাথে সাথে গলা ব্যথার ধুম পড়ে যায়। বিশেষ করে, শীতকালে গলা ব্যথার উপদ্রব অনেক বেশি। বাংলাদেশে গলা ব্যথার ট্যাবলেট এর সংখ্যা অনেক। নিচে কয়েকটি গলা ব্যথার ট্যাবলেট এর নাম বাংলাদেশ উল্লেখ্য করা হলঃ 

  • এইচ প্লাস (Ache+)
  • নিওসিলর (NeoCilor)
  • নাপা এক্সটেন্ড (Napa Extend)
  • ফিলা মেক্স (Fila Mex)
  • কার্ভা ৭৫ (Carva 75)
  • ডেক্সট্রিম (Dextrim)
  • ডক্সিসাইক্লিন (Doxycycline)

গলা ব্যথার এন্টিবায়োটিক ঔষধ এর নাম

একটানা ২/৩ দিন প্যারাসিটামল খেয়েও যদি গলা ব্যথা দূর না হয় তাহলে গলা ব্যথার এন্টিবায়োটিক সেবন করতে হবে।  তবে ডাক্তারের পরামর্শ ছাড়া গলা ব্যথার এন্টিবায়োটিক ঔষধ সেবন করা যাবে না। গলা ব্যথা দূর করতে নিম্নের এন্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ সেবন করতে পারেন। 

  • এমোক্সিসিলিন (Amoxicillin)
  • ডক্সিন (Doxin)
  • টসপেল (Tospel)
  • ডেক্সট্রিম (Dextrim)
  • জিম্যাক্স (Zimax)
  • ডক্সিসাইক্লিন (Doxycycline)

ঢোক গিলতে গলা ব্যথার ওষুধ নাম 

যখন ঠান্ডা প্রচন্ড আকারে বেড়ে যায় তখন ঢোক গিলতে গলা ব্যথা করে। ঢোক গিলতে যদি গলা ব্যথা করে তাহলে এটা খুবই অস্বস্তিকর একটি বিষয়। 

তবে এত বেশি চিন্তিত না হয়ে নিয়মিত গলা ব্যথার ওষুধ সেবন করবেন। নিচে কয়েকটি ঢোক গিলতে গলা ব্যথার ওষুধের নাম হলঃ 

  • নাপা (Napa)
  • নাপা এক্সটেন্ড (Napa Extend)
  • এইচ প্লাস (Ache+)
  • রোলাক (Rolac)
  • এমক্সিসিলিন (Amoxicillin)
  • ডক্সিন (Doxin)
  • টসপেল (Tospel)
  • ডেক্সট্রিম (Dextrim)
  • জিম্যাক্স (Zimax)
  • ডক্সিসাইক্লিন (Doxycycline)

গলা ব্যাথার ঔষধের নাম হোমিওপ্যাথি

অতিরিক্ত ঠান্ডা জনিত কারণে বেশিরভাগ মানুষের গলা ব্যাথা হয়। গলা ব্যাথা দূর করতে হোমিওপ্যাথি ওষুধ খুবই কার্যকরী। নিচে কয়েক গলা ব্যথার হোমিওপ্যাথি ওষুধের নাম হলঃ

  • আর্সেনিকাম অ্যালবাম;
  • ফেরাম ফসফোরিকাম;
  • ক্যালি বাইক্রোমিকিাম;
  • অ্যাকোনাইট;
  • অ্যালিয়াম সেপা।

বাচ্চাদের গলা ব্যাথার ঔষধের নাম

ছোট বাচ্চাদের গলা ব্যাথা হলে নিজে নিজে কোন ওষুধ খাওয়ানো উচিত না। ডাক্তারের পরামর্শ ছাড়া ছোট বাচ্চাদের কখনো কোন ঔষুধ সেবন করাবেন না। 

প্রাথমিক অবস্থায় বাচ্চাদের গলা ব্যথা জন্য যেকোনো কোম্পানির প্যারাসিটামল খাওয়াতে পারেন। প্যারাসিটামল খেয়েও যদি বাচ্চাদের গলা ব্যথা দূর না হয় তাহলে রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন। 

গলা ব্যথার ঔষধের দাম কত ২০২৪ 

বর্তমানে বাংলাদেশে গলা ব্যথার ঔষধের দাম ৩ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত হয়ে থাকে। গলা ব্যাথার ঔষুধ কিনতে সর্বনিম্ন ৩ টাকা থেকে সর্বোচ্চ ৫০ টাকা লাগে। এছাড়া ১০০ টাকার পর্যন্ত গলা ব্যথার ঔষধ রয়েছে। 

শেষ কথা 

আজকের এই পোস্টে ঢোক গিলতে গলা ব্যথার ঔষধ এর নাম ও দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তবে উপরোক্ত ঔষধ গুলো ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত না। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী গলা ব্যথার ওষুধ সেবন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button