Informationখেলা

বিপিএল ২০২৫ আপডেট নিউজ

বিপিএল ২০২৫

বিপিএল ২০২৫ নিউজ ও দল এবং সময় সূচি।

বিপিএল ২০২৫– মাঠে নামো, খেলা শুরু করো, জয়ের জন্য লড়াই করো । ক্রিকেট হলো সাহস আর আত্মবিশ্বাস এর এক খেলার নাম। ক্রিকেট শুধুমাত্র একটি খেলাই নয় এটি আমাদের আবেগ এবং আমাদের উৎসব। দেশের ক্রিকেটার দেশের গর্ব, তাদের সাফল্যের মাধ্যমেই আমাদের মনে আনন্দ আসে ।

ক্রিকেট খেলার প্রতি ভালোবাসা কোনদিন কমবে না কারণ এর মাধ্যমেই আমরা নতুন নতুন বিজয়ের সপ্ন দেখি । জয় পরাজয় কোন বিষয় না দেশের প্রতি দলের প্রতি সব সময় সাপোর্ট দিয়ে যাবো । ক্রিকেট মানেই উপভোগ প্রতিটি বলেই থাকে নতুন উত্তেজনা ভালোবাসি ক্রিকেট। ক্রিকেট খেলা থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি তা হলো জীবন মানেই একেকটা নতুন ইনিংস । বিপিএল ২০২৫ সকল আপডেট নিউজ

একজন বেস্ট খেলোয়াড় হওয়ার আগে সবার আগে অবশ্যই একজন মহান সজ্জন মানুষ হতে হবে। ক্রিকেট খেলার মাঠে বন্ধু বা শত্রু বলে কিছু নেই। শুধুমাত্র তোমার কর্মক্ষমতাই তোমার পরিচয় হয়ে ওঠে। ক্রিকেট খেলা আমাদের মনে করিয়ে দেয় জীবনেও দ্বিতীয় ইনিংস থাকে প্রথম ইনিংসে কেউ ব্যর্থ হলে, ভুল শোধরানোর আরও একটা সুযোগ থাকে সেই সুযোগ আজ আসুক নয়ত কাল। জয় পরাজয়ের থেকেও বেশি হল দেশের প্রতি দলের প্রতি অনুগত থাকা। কারণ ক্রিকেট শুধুমাত্র একটা খেলা না এটি দেশের মানুষের একটি আবেগের জায়গা। সেই আবেগকে সম্মান জানানো উচিৎ।

আমাদের দেশে বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন রকমের খেলায় আসক্তি রয়েছে কেউ ফুটবল, কেউ ক্রিকেট,কেউ বলিবল, কেউ আবার হাডুডু বিভিন্ন ধরনের খেলা রয়েছে একেক মানুষ একেক কারণে খেলাধুলা করে কেউ ব্যায়ামের জন্য কেউ শখে, কেউ অবসর সময় কাটানোর জন্য কেউ আবার জিবিকা নির্বাহ করার জন্য। আজ আমরা আলোচনা করবো বাংলাদেশের আপামর জনতার প্রিয় ক্রিকেট খেলা নিয়ে। AFTER

বিপিএল শুরু হতে যাচ্ছে কবে?

২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল সিজন ১১ নামেও পরিচিত, এটি হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ মৌসুম যা বাংলাদেশের শীর্ষ-স্তরের পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। লিগটি আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এটি ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে।২০২২ সালের সেপ্টেম্বরে বিপিএল গভর্নিং কাউন্সিল সাতটি ফ্র্যাঞ্চাইজি ঘোষণা করেছিল যারা টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে। Read English News

নাম, দল, খেলোয়াড়দের বিস্তারিত তালিকা :

গত বছরের মতো এবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নিতে চলেছে সাতটি ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে নাম ও মালিকানা বদল হয়েছে তিনটি দল ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর। এর মধ্যে ঢাকা খেলবে ঢাকা ক্যাপিটালস নামে চট্টগ্রাম খেলবে চিটাগং কিংস নামে। এবার নতুন সংযোজন হয়েছে দুর্বার রাজশাহী। কুমিল্লা ভিক্টোরিয়ানস এবার অংশ নিচ্ছে না। বিপিএল ২০২৫ আসর শুরু হবে চলতি বছরের শেষ দিকে। তার আগে ৭ ফ্র্যাঞ্চাইজি প্লেয়ার্স ড্রাফট থেকে নিজেদের দলকে গুছিয়ে নিয়েছে। রাজধানীর হোটেল সোনার গাঁয়ে প্লেয়ার্স ড্রাফটের আসর বসেছিল। কোন দল কাকে নিয়েছে সেটি জেনে নেওয়া যাক। এদিকে ড্রাফট শেষে সব দলই দেশি-বিদেশি মিলিয়ে দল সাজিয়েছে।

এবারের বিপিএলের ৭টি দল হলো:

১:- ঢাকা ক্যাপিটালস
২:-চিটাগং কিংস
৩:-দুর্বার রাজশাহী
৪:-ফরচুন বরিশাল
৫:-খুলনা টাইগার্স
৬:-রংপুর রাইডার্স
৭:-সিলেট স্ট্রাইকার্স

২০২৫ বিপিএলের কোন দলে কারা আছেন

প্লেয়ার্স ড্রাফট এবং সরাসরি চুক্তি মিলিয়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ন্যুনতম ১৪ সদস্যের দল গড়ে ফেলেছে। এক ঝলকে দেখে নিন কোন দল কেমন স্কোয়াড গড়েছে।

১: দুর্বার রাজশাহী: বাংলাদেশের ক্রিকেটার: এনামুল হক, তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলি, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরব হোসেন, আকবর আলি, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ। বিদেশি: সাদ নাসিম, লাহিরু সামারাকুন।

২:ঢাকা ক্যাপিটালস: বাংলাদেশের ক্রিকেটার: মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন। বিদেশি: থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, মির হামজা, স্টিফেন এসকিনেজি, সাইম আইয়ুব, আমির হামজা।

৩: চিটাগং কিংস: বাংলাদেশের ক্রিকেটার: শাকিব আল হাসান, শরীফুল ইসলাম, শামিম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মহম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব। বিদেশি: মইন আলি, উসমান খান, হায়দার আলি, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, মুহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল।

৪: খুলনা টাইগার্স: দেশি: মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, আবু হায়দার, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান। বিদেশি: ওশানে থমাস, মহম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি, মহম্মদ নেওয়াজ।

৫: রংপুর রাইডার্স: দেশি: নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান। বিদেশি: অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, আল্লাহ গজনফর, স্টিভেন রায়ান টেলর, সৌরভ নেত্রবালকার, আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার।

৬: সিলেট স্ট্রাইকার্স: দেশি: জাকির হাসান, জাকের আলি, তানজিম হাসান, রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম। বিদেশি: পল স্টার্লিং, জর্জ মানসি, রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি।

৭: ফরচুন বরিশাল: দেশি: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম। বিদেশি: ডেভিড ম্যালান, কাইল মায়ার্স, মুহাম্মদ নবি, ফাহিম আশরাফ, আলি মহম্মদ, খান জাহানদাদ, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার।

সতর্কবার্তা: এবারের আসরে নতুন দল হিসেবে বিপিএলে যোগ দিয়েছে শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটিকে নিয়ে দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ থাকায় ভুয়া তথ্য ছড়াচ্ছে অনেক। ঢাকা ক্যাপিটালসের নাম ও লোগো ব্যবহার করে অনেকে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যে কারণে বিব্রতকর অবস্থায় পড়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

Shakib Khan in BPL
Shakib Khan in BPL

৬ নভেম্বর – বুধবার এমন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়েছে ঢাকা ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটির অভিযোগ, ঢাকা ক্যাপিটালসের নাম ব্যবহার করে বিভিন্ন ফেইক পেইজ থেকে বিপিএলের মাসকটসহ বিভিন্ন তথ্য ছড়ানো হচ্ছে। বিপিএলের মাসকট বা লোগো সংক্রান্ত বিষয়গুলো মূলত ক্রিকেট বোর্ড ও বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ন্ত্রণাধীন। এই বিষয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি তথ্য দিতে পারে না।

তাই ঢাকা ক্যাপিটালসের নাম ব্যবহার করে যে তথ্য ছড়ানো হচ্ছে সেটাও পুরোপুরি মিথ্যা। বিবৃতিতে এসব ভুয়া তথ্য দ্বারা প্রভাবিত না হওয়ার অনুরোধ করেছে ঢাকা ক্যাপিটালস। বিবৃতিতে ঢাকা ক্যাপিটালসের নাম ব্যবহার করে চালানো ভুয়া পেইজগুলোকে রিপোর্ট করতে অনুরোধ করে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। একইসঙ্গে মূল পেইজের সঙ্গে যুক্ত থাকার আহ্বানও জানানো হয়। আরো পোস্ট পড়ুন:

২০২৫ বিপিএলের পূর্ণাঙ্গ সূচি:-

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরু হচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। সাত দলের টুর্নামেন্ট শেষ হবে আগামী বছর ৭ ফেব্রুয়ারি মার্চ। ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ঢাকা—৪৬ ম্যাচের বিপিএল হবে চারটি পর্বে।

১ম পর্ব :- ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু ৫ জানুয়ারি পর্যন্ত।

২য় পর্ব:-৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ১২টি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

৩য় পর্ব:-এরপর বিপিএল যাবে বন্দর নগরী চট্টগ্রামে। সেখানকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৬ থেকে ২৩ জানুয়ারি হবে ১২টি ম্যাচ।

৪র্থ পর্ব:- এরপর আবার ঢাকায় ফিরবে বিপিএল। ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি হবে লিগ পর্বের শেষ ১০টি ম্যাচ। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ৩ ফেব্রুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার ৫ ফেব্রুয়ারি আর ফাইনাল ৭ ফেব্রুয়ারি।

২০২৫ বিপিএলের সূচি -লিগ পর্ব:

তারিখ দলসময়ভেন্যু
৩০ ডিসেম্বর ২০২৪ফরচুন বরিশাল–দুর্বার রাজশাহীবেলা ১–৩০ঢাকা
৩০ ডিসেম্বর ২০২৪রংপুর রাইডার্স–ঢাকা ক্যাপিটালসসন্ধ্যা ৬–৩০ মিঢাকা
৩১ ডিসেম্বর ২০২৪খুলনা টাইগার্স–চিটাগং কিংসবেলা ১–৩০ মিঢাকা
৩১ ডিসেম্বর ২০২৪সিলেট স্ট্রাইকার্স–রংপুর রাইডার্সসন্ধ্যা ৬–৩০ মিঢাকা
২ জানুয়ারি ২০২৫ফরচুন বরিশাল–রংপুর রাইডার্সসন্ধ্যা ৬–৩০ মিঢাকা
৩ জানুয়ারি ২০২৫ দুর্বার রাজশাহী–চিটাগং কিংস বেলা ২টাঢাকা
৩ জানুয়ারি ২০২৫ঢাকা ক্যাপিটালস–খুলনা টাইগার্সসন্ধ্যা ৭টাঢাকা
৬ জানুয়ারি ২০২৫সিলেট স্ট্রাইকার্স–রংপুর রাইডার্সবেলা ১–৩০ মিসিলেট
৬ জানুয়ারি ২০২৫ ফরচুন বরিশাল–দুর্বার রাজশাহীসন্ধ্যা ৬-৩০ মিসিলেট
৭ জানুয়ারি ২০২৫রংপুর রাইডার্স–ঢাকা ক্যাপিটালসবেলা ১–৩০ মিসিলেট।
৭ জানুয়ারি ২০২৫সিলেট স্ট্রাইকার্স–ফরচুন বরিশালসন্ধ্যা ৬–৩০ মিসিলেট
৯ জানুয়ারি ২০২৫ফরচুন বরিশাল–রংপুর রাইডার্সবেলা ১–৩০ মিসিলেট
৯ জানুয়ারি ২০২৫ঢাকা ক্যাপিটালস–চিটাগং কিংসসন্ধ্যা ৬–৩০ মিসিলেট
১০ জানুয়ারি ২০২৫দুর্বার রাজশাহী–খুলনা টাইগার্সবেলা ২টাসিলেট
১০ জানুয়ারি ২০২৫সিলেট স্ট্রাইকার্স– ঢাকা ক্যাপিটালসসন্ধ্যা ৭টাসিলেট
১২ জানুয়ারি ২০২৫সিলেট স্ট্রাইকার্স–খুলনা টাইগার্সবেলা ১–৩০ মিসিলেট
১২ জানুয়ারি ২০২৫ দুর্বার রাজশাহী–ঢাকা ক্যাপিটালস সন্ধ্যা ৬–৩০ মিসিলেট
১৩ জানুয়ারি ২০২৫সিলেট স্ট্রাইকার্স–চিটাগং কিংসবেলা ১–৩০ মিসিলেট
১৩ জানুয়ারি ২০২৫রংপুর রাইডার্স–খুলনা টাইগার্সসন্ধ্যা ৬–৩০ মিসিলেট
১৬ জানুয়ারি ২০২৫ফরচুন বরিশাল–ঢাকা ক্যাপিটালসবেলা ১–৩০ মি.চট্টগ্রাম
১৬ জানুয়ারি ২০২৫ চিটাগং কিংস–খুলনা টাইগার্স সন্ধ্যা ৬–৩০ মিচট্টগ্রাম
১৭ জানুয়ারি ২০২৫দুর্বার রাজশাহী–সিলেট স্ট্রাইকার্সবেলা ২টাচট্টগ্রাম
১৭ জানুয়ারি ২০২৫দুর্বার রাজশাহী–সিলেট স্ট্রাইকার্সবেলা ২টাচট্টগ্রাম
১৭ জানুয়ারি ২০২৫চিটাগং কিংস–রংপুর রাইডার্সসন্ধ্যা ৭টাচট্টগ্রাম
১৯ জানুয়ারি ২০২৫ চিটাগং কিংস–ফরচুন বরিশাল বেলা ১–৩০ মিচট্টগ্রাম
১৯ জানুয়ারি ২০২৫দুর্বার রাজশাহী–খুলনা টাইগার্সসন্ধ্যা ৬–৩০ মি.চট্টগ্রাম
২০ জানুয়ারি ২০২৫ঢাকা ক্যাপিটালস–সিলেট স্ট্রাইকার্সবেলা ১–৩০ মিচট্টগ্রাম
২০ জানুয়ারি ২০২৫চিটাগং কিংস–দুর্বার রাজশাহীসন্ধ্যা ৬–৩০ মিচট্টগ্রাম
২০ জানুয়ারি ২০২৫চিটাগং কিংস–দুর্বার রাজশাহীসন্ধ্যা ৬–৩০ মিচট্টগ্রাম
২২ জানুয়ারি ২০২৫চিটাগং কিংস–ঢাকা ক্যাপিটালসবেলা ১–৩০ মিচট্টগ্রাম
২২ জানুয়ারি ২০২৫ফরচুন বরিশাল–খুলনা টাইগার্স সন্ধ্যা ৬–৩০ মিচট্টগ্রাম
২৩ জানুয়ারি ২০২৫দুর্বার রাজশাহী–রংপুর রাইডার্স বেলা ১–৩০ মিচট্টগ্রাম
২৩ জানুয়ারি ২০২৫খুলনা টাইগার্স–সিলেট স্ট্রাইকার্সসন্ধ্যা ৬–৩০ মিচট্টগ্রাম
২৬ জানুয়ারি ২০২৫ফরচুন বরিশাল–সিলেট স্ট্রাইকার্সবেলা ১–৩০ মিঢাকা
২৬ জানুয়ারি ২০২৫দুর্বার রাজশাহী–রংপুর রাইডার্সসন্ধ্যা ৬–৩০ মিঢাকা
২৭ জানুয়ারি ২০২৫ফরচুন বরিশাল–খুলনা টাইগার্স বেলা ১–৩০ মিঢাকা
২৭ জানুয়ারি ২০২৫দুর্বার রাজশাহী–সিলেট স্ট্রাইকার্সসন্ধ্যা ৬–৩০ মিঢাকা
২৯ জানুয়ারি ২০২৫রংপুর রাইডার্স–চিটাগং কিংসবেলা ১–৩০ মিঢাকা
২৯ জানুয়ারি ২০২৫ঢাকা ক্যাপিটালস–ফরচুন বরিশালসন্ধ্যা ৬–৩০ মি.ঢাকা
৩০ জানুয়ারি ২০২৫রংপুর রাইডার্স–খুলনা টাইগার্সবেলা ১–৩০ মি.ঢাকা
৩০ জানুয়ারি ২০২৫চিটাগং কিংস–সিলেট স্ট্রাইকার্সসন্ধ্যা ৬–৩০ মি.ঢাকা
১ ফেব্রুয়ারি ২০২৫ঢাকা ক্যাপিটালস–খুলনা টাইগার্সবেলা ১–৩০ মিঢাকা
১ ফেব্রুয়ারি ২০২৫ফরচুন বরিশাল–চিটাগং কিংসসন্ধ্যা ৬–৩০ মিঢাকা

প্লে–অফ পর্ব- তারিখ:–ম্যাচ:-সময়-ভেন্যু

★ ৩ ফেব্রুয়ারি ২০২৫ এলিমিনেটর বেলা ১–৩০ মি.ঢাকা।

★ ৩ ফেব্রুয়ারি ২০২৫ – ১ম কোয়ালিফায়ার সন্ধ্যা ৬–৩০ মি.ঢাকা।

★ ৫ ফেব্রুয়ারি ২০২৫ -২য় কোয়ালিফায়ার সন্ধ্যা ৬–৩০ মি.ঢাকা।

★ ৭ ফেব্রুয়ারি ২০২৫ — ফাইনাল সন্ধ্যা ৭টা ঢাকা।

খেলাকে উপভোগ করুন, দেশকে ভালোবাসুন,সাপোর্ট করুন, এগিয়ে যান দেশকে
নিয়ে।


( বিঃ দ্রঃ আবহাওয়া গোলযোগের কারণে কখনো সময়সূচি পরিবর্তন হতে পারে।)

Nawshin Kotha

I am Nawsin Hasan Kotha. I am Living in USA. I am a SEO expert.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button