বাচ্চা বুকের দুধ খেতে না চাইলে দোয়া
বাচ্চারা যদি বুকের দুধ খেতে না চায় তাহলে বাচ্চাকে দুধ খাওয়ানোর দোয়া শিখতে হবে। আজকের পোস্টে বাচ্চা বুকের দুধ খেতে না চাইলে দোয়া সম্পর্কে জানতে পারবেন।
বর্তমানে বেশিরভাগ বাচ্চা বুকের দুধ খেতে চায় না। অনেক ঔষধপত্র দিয়েও বাচ্চারা বুকের দুধ খেতে ইচ্ছা পোষণ করে না । তবে আপনি কি জানেন, মাত্র একটি দোয়া পাঠ করলে যেকোনো বাচ্চা দুধ খেতে বাধ্য হবে।
তাই চলুন, বাচ্চাকে দুধ খাওয়ানোর দোয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
বাচ্চা বুকের দুধ খেতে না চাইলে দোয়া
বাচ্চা বুকের দুধ খেতে না চাইলে নিচের দোয়াটি পাঠ করবেন। আরবি এবং বাংলা অনুবাদ দুইটাই নিচে উল্লেখ করা হল।
দুধ খাওয়ানোর দোয়া
আল্লাহুম্মা আকরিম নাফসাহু ওয়া আসঈদুহু ওয়া আত্বিল উমুরাহু ওয়া ছাহহিজ জাসাদাহু ওয়া হাসসিন খুলুকাহু ওয়া ওয়াফফিক্হু লিত্তাআতি ওয়া আয়িযহু মিনাশ শাররি ওয়াল বালায়ি ওয়াল ফিতান ওয়া আদখিলহুল জান্নাতা বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
বাংলা অনুবাদ
হে মহান আল্লাহ তা’আলা, তার আত্মাকে সম্মানিত করুন, তাকে সুখী করুন, তার আয়ুষ্কাল দীর্ঘ করুন, তার দেহকে সুস্থ করুন, তার চরিত্রকে সুন্দর করুন, তাকে আনুগত্যের জন্য কবুল করুন, তাকে মন্দ থেকে, বিপদ থেকে ও ফেতনা থেকে রক্ষা করুন এবং তাকে আপনার রহমতের দ্বারা জান্নাতে প্রবেশ করান। হে পরম করুণাময় দয়ালু।
বাচ্চাকে দুধ খাওয়ানোর দোয়া
নিচে বাচ্চাকে দুধ খাওয়ানোর দোয়া আরবিতে এবং বাংলায় অনুবাদ করা হয়েছে।
আল্লাহুম্মা আদ্রিক্হু বিল ঈমানি ওয়া আহসিন আক্বিবাতাহু ওয়া আরশীদহু ইলাল হাক্কি ওয়াল ইসলাহী ওয়া আয়িযহু মিন মুদ্বিলাতিল ফিতান ওয়া আদখিলহুল জান্নাতা বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
বাংলা অনুবাদ
হে করুণাময় আল্লাহ্! তাকে ঈমানের সাথে পরিপূর্ণ করুন এবং তার পরিণতিকে সুন্দর করুন, তাকে সত্য ও সংস্কারের দিকে পরিচালিত করুন এবং তাকে বিভ্রান্তিকর ফেতনা থেকে রক্ষা করু এবং তাকে আপনার রহমতের দ্বারা জান্নাতে প্রবেশ করান। হে পরম দয়ালু।
বাচ্চা বুকের দুধ খেতে না চাইলে করনীয়
বাচ্চা অনেক কারণে বুকের দুধ খেতে চায় না। প্রথমে দুধ না খাওয়ার কারণ খুঁজে বের করতে হবে। প্রয়োজনে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন।
তারপরে বাচ্চা বুকের দুধ খেতে না চাইলে যে দোয়া রয়েছে তা পাঠ করতে পারেন। উপরে বাচ্চাকে দুধ খাওয়ানোর দুটি দোয়া উল্লেখ করেছি।
শেষকথা
উপরোক্ত দোয়া গুলো পাঠ করেও যদি বাচ্চা বুকের দুধ খেতে না চায়, তাহলে একজন অভিজ্ঞ ডাক্তার অথবা অভিজ্ঞ আলেমের সাথে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান পাবেন।