মোবাইল নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করুন
ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করেছেন কিন্তু ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা জানেন না। আজকের এই পোস্টে মোবাইল নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
ডিজিটাল এই যুগে, ড্রাইভিং লাইসেন্স যাচাই করার জন্য BRTA সার্কেল অফিসে যেতে হবে না। এখন ঘরে বসেই মাত্র ১ মিনিটে ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন।
তো চলুন, আজকের পোস্ট থেকে মোবাইল নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স কিভাবে চেক করবেন তা বিস্তারিত জেনে নেই।
মোবাইল নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক ২০২৪
মোবাইল নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করতে ফোনের এসএমএস অপশনে গিয়ে টাইপ করুন DL স্পেস রেফারেন্স নম্বর তারপর 26969 নম্বরে মেসেজটি সেন্ড করুন।
অতঃপর, কিছুক্ষণ পরে ফিরতি মেসেজে ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা জানতে পারবেন।
ড্রাইভিং লাইসেন্স চেক মোবাইল নাম্বার দিয়ে —
- প্রথমে ফোনের এসএমএস অপশন ওপেন করুন;
- তারপরে, টাইপ করুন DL <স্পেস> রেফারেন্স নম্বর; উদাহরণস্বরূপ — DL 12345678
- এবার, 26969 নাম্বারে এসএমএসটি সেন্ড করুন।
এখন ফিরতি এসএমএসে ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস বা অবস্থা জানা যাবে।
SMS এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করুন
SMS এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করতে প্রথমে —
- মোবাইলের মেসেজ অপশনে যাবেন;
- তারপরে, DL লিখে একটা স্পেস দিয়ে রেফারেন্স নাম্বার লিখবেন;
- এবার, উক্ত মেসেজটি 26969 নাম্বারে Send করবেন;
- সবশেষে, ২/৩ মিনিট পরে ফিরতি মেসেজে ড্রাইভিং লাইসেন্স এর তথ্য পেয়ে যাবেন।
রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক
রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য BRTA DL Checker APP ইনস্টল করতে হবে। এজন্য গুগল প্লে-স্টোরে গিয়ে BRTA DL Checker অ্যাপ ইনস্টল করুন।
এবার অ্যাপটি ওপেন করে ১ম ঘরে রেফারেন্স নাম্বার এবং ২য় ঘরে জন্ম তারিখ লিখুন। অতঃপর সার্চ বাটনে ক্লিক করলে আপনার ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস চেক করতে পারবেন।
নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করা যাবে?
না, নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার কোন পদ্ধতি এখন পর্যন্ত আমাদের দেশে চালু হয়নি। অর্থাৎ, নাম দিয়ে আপনি বাংলাদেশের কোন ড্রাইভিং লাইসেন্স এর তথ্য চেক করতে পারবেন না। তবে মোবাইল নাম্বার এবং রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন।
ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার
ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার এর নাম হচ্ছে BRTA DL Checker । এই সফটওয়্যারটি দিয়ে সহজেই ড্রাইভিং লাইসেন্স যাচাই করতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে BRTA DL Checker সফটওয়্যারটি ডাউন*লোড করতে পারবেন।
ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা কিভাবে জানবো?
ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা জানতে BRTA DL Checker অ্যাপটি ওপেন করুন। তারপরে, রেফারেন্স নাম্বার টাইপ করুন। এবার, জন্ম তারিখ লিখে সার্চ বাটনে ক্লিক করবেন। অতঃপর ড্রাইভিং লাইসেন্স সর্বশেষ স্ট্যাটাস চেক করতে পারবেন।
পেশাদার মোটর ড্রাইভিং লাইসেন্স চেক
পেশাদার মোটর ড্রাইভিং লাইসেন্স চেক করতে সর্বপ্রথম প্লে স্টোর থেকে BRTA DL Checker অ্যাপ ইনস্টল করবেন। তারপরে BRTA DL Checker অ্যাপটি ওপেন করে রেফারেন্স নাম্বার এবং জন্ম তারিখ লিখে সার্চ বাটনে ক্লিক করুন। অতঃপর পেশাদার মটর ড্রাইভিং লাইসেন্সের জানতে পারবেন।
শেষ কথা
আজকের এই পোস্টে মোবাইল নাম্বার দিয়ে কিভাবে ড্রাইভিং লাইসেন্স চেক করতে হয় সে বিষয়ে আলোচনা করেছি। এরকম প্রযুক্তি সম্পর্কিত আরও তথ্য জানতে আমাদের ওয়েবসাইট ঘুরে দেখুন।
FAQ ( প্রশ্ন উত্তর)
রেফারেন্স নাম্বার কোথায় পাবো?
ড্রাইভিং লাইসেন্স আবেদন করার পর একটি ফরম দেওয়া হয়। সেই ফরমে রেফারেন্স নাম্বার থাকে।
রেফারেন্স নাম্বার হারিয়ে গেলে করণীয় কি?
রেফারেন্স নাম্বার হারিয়ে গেলে দ্রুত নিকটস্থ বিআরটিএ অফিসে যোগাযোগ করবেন। বিআরটিএ অফিস ছাড়া অন্য কোথাও হারিয়ে যাওয়া রেফারেন্স নাম্বার পাওয়া যাবে না।
ড্রাইভিং লাইসেন্স কতদিন পর পাওয়া যাবে?
বর্তমানে আঙুলের ছাপ ও পরীক্ষা দেওয়ার ১৫ দিনের মধ্যেই ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়া যায়। তবে বিভিন্ন সাময়িক সমস্যা জন্য কখনো কখনো ২১ দিন পর্যন্ত সময় লাগে।
ড্রাইভিং লাইসেন্স না থাকলে কত টাকা জরিমানা হয়?
ড্রাইভিং লাইসেন্স না থাকলে ট্র্যাফিক সার্জেন্ট ৫ হাজার টাকা জরিমানা ধরতে পারবে।