Information

পাসপোর্ট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক 

বিদেশে যাওয়ার জন্য বিমানের টিকিট কেটেছেন কিন্তু বিমান টিকিট চেক করার পদ্ধতি জানেন না? আজকের এই পোস্টে পাসপোর্ট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

বিমানের টিকিট বুকিং করার পর ফ্লাইট সংক্রান্ত যাবতীয় তথ্য বিমান টিকেট চেক করার মাধ্যমে জানতে পারবেন। এখন আর বিমানের টিকিট চেকিং করতে এয়ারপোর্টে যেতে হবে না। হাতে থাকা মোবাইল ফোন দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক করা যাবে।

তো চলুন, অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক করা নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। 

বিমানের টিকেট চেক কি কি লাগবে? 

  • বিমানের টিকিটের PNR Number বা Reservation Code;
  • Last Name/ Surname;
  • একটি স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক 

পাসপোর্ট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক করতে https://www.biman-airlines.com ওয়েবসাইটে ভিজিট করবেন। এরপরে Modify Trip অপশনে ক্লিক করুন। PNR Number বা Reservation Code এর ঘরে ৬ সংখ্যার কোড নাম্বারটি লিখুন এবং Last Name/ Surname এর ঘরে আপনার নামের শেষের অংশ লিখুন। অতঃপর Search বাটনে ক্লিক করলে আপনার ফ্লাইটের যাবতীয় তথ্য দেখতে পারবেন। 

উপরোক্ত এই তিনটি ধাপ অনুসরণ করে খুব সহজে বাংলাদেশ বিমানের টিকিট চেকিং করতে পারবেন। বিমানের টিকেট চেকিং করার মাধ্যমে টিকেট ঠিক আছে কিনা এবং ফ্লাইটের অন্যান্য তথ্য জানা যাবে। 

বিমান টিকেট চেক করার পদ্ধতি 

বিমান টিকেট চেক করার সহজ পদ্ধতি নিচে স্টেপ আকারে এবং ছবিসহ বর্ণনা করা হল। বিমান টিকিটের স্ট্যাটাস সম্পর্কে জানতে নিচের স্টেপ গুলো অনুসরণ করুন। 

স্টেপ ১ — বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ওয়েবসাইটে ভিজিট করুন

বিমান টিকেটের স্ট্যাটাস চেক করতে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ওয়েবসাইটে ভিজিট করুন অথবা https://www.biman-airlines.com/#manage-booking এই লিংকে ক্লিক করুন। 

ধাপ ২ — টিকেটের তথ্য পূরণ করুন

উক্ত ওয়েবসাইটে ভিজিট করার পরে PNR/Reservation Code লেখার পাশে টিকেটের ৬ সংখ্যার পিএনআর নাম্বার লিখুন। এরপরে Last Name/ Surname লেখার পাশে নামের দ্বিতীয় বা শেষের অংশ লিখুন। নিচে ছবিতে দেখানো পদ্ধতি অনুসরণ করতে পারেন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক 

অতঃপর উপরোক্ত এই দুটি তথ্য সঠিকভাবে প্রদান করার পরে Search বাটনে ক্লিক করুন। তাহলে আপনার টিকিটের ফ্লাইট কবে ও ফ্লাইটের অন্যান্য ইনফরমেশন চেক করতে পারবেন। 

উপরোক্ত এই দুটি স্টেপ ফলো করে বিমানের টিকিটের স্ট্যাটাস চেক করতে পারবেন মাত্র ২ মিনিটে। তাই যারা এখন পর্যন্ত ফ্লাইটের তথ্য জানেন না তারা উপরোক্ত স্টেপ গুলো ফলো করে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স টিকেট চেক করুন। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক 

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক করতে https://www.biman-airlines.com/ সাইটে ভিজিট করুন; 
  • টিকেটের ৬ সংখ্যার PNR/Reservation Code নাম্বার লিখুন; 
  • এরপরে আপনার Last Name/ Surname লিখবেন;
  • অতঃপর Search বাটনে ক্লিক করলে বিমান এয়ারলাইন্স টিকেটের স্ট্যাটাস চেক করতে পারবেন।

উপরোক্ত এই ৪ টি স্টেপ ফলো করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেটের স্ট্যাটাস চেক করা সহ ফ্লাইটের যাবতীয় তথ্য জানতে পারবেন। 

কিভাবে বিমানের টিকেট চেক করা যায়

বিমানের টিকেট চেক করার জন্য biman-airlines.com ওয়েবসাইটে ভিজিট করুন। তারপরে PNR/Reservation Code এবং Last Name/ Surname লিখুন। অতঃপর Search বাটনে ক্লিক করুন। ব্যাস, আপনার টিকিটের স্ট্যাটাস এবং ফ্লাইটের অবস্থা জানতে পারবেন। 

PNR নাম্বার ছাড়া বিমান এয়ারলাইন্স টিকেট চেক করা যাবে? 

PNR নাম্বার ছাড়া বিমান এয়ারলাইন্স টিকেট চেক করা যাবে না। অর্থ্যাৎ, PNR নাম্বার ছাড়া বিমানের টিকেট বা ফ্লাইটের তথ্য পাওয়া সম্ভব না। তাই উপরোক্ত নিয়ম অনুসরণ করে ইউএস-বাংলা এয়ারলাইন্স টিকেট চেক করুন। 

শেষ কথা 

বাংলাদেশ বিমান এয়ারলাইন্স টিকেট চেক করার মাধ্যমে আপনার ফ্লাইটের সময় এবং অন্যান্য তথ্য জানতে পারবেন। এরকম আরো প্রযুক্তি সম্পর্কিত পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button