17 টাকায় ২ জিবি এয়ারটেল | এয়ারটেল ১৯ টাকায় ২ জিবি কোড
কম দামে এয়ারটেল সিমে ইন্টারনেট কিনতে চাইলে 17 টাকায় ২ জিবি এয়ারটেল অফারটি কিনতে হবে। আজকের পোস্টে ১৭ টাকায় ২ জিপি কোড এয়ারটেল ও এয়ারটেল ১৯ টাকায় ২ জিবি কোড এসব সম্পর্কে জানতে পারবেন।
বর্তমান সময়ে আমাদের দেশে এয়ারটেল সিম ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি। কারণ এয়ারটেল সিমে কম টাকায় বেশি ইন্টারনেট পাওয়া যাচ্ছে। এ কারণে অধিকাংশ গ্রাহক এয়ারটেল সিম বেশি ব্যবহার করে।
এয়ারটেল সিমে বেশ কয়েকটি জনপ্রিয় ইন্টারনেট অফার রয়েছে। এরমধ্যে অধিক জনপ্রিয় একটি ইন্টারনেট অফার হচ্ছে ১৭ টাকায় ২ জিবি ইন্টারনেট।
অনেকেই এয়ারটেল সিমে 17 টাকায় ২ জিবি ইন্টারনেট কিনতে ইচ্ছুক থাকে। তবে সবাই কি এই অফারটি নিতে পারবে কিনা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
17 টাকায় ২ জিবি এয়ারটেল
এয়ারটেল সিম ব্যবহারকারী প্রত্যেক গ্রাহকের কাছে ১৭ টাকায় ২ জিবি ইন্টারনেট অনেক বেশি জনপ্রিয় ছিল। এখনো অনেক গ্রাহক এই অফারটি কিনতে ইচ্ছুক। বিগত ২০১৭ থেকে ২০১৮ সাথে এই অফারটি আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করে।
কিন্তু ২০২৪ সালে এসে আপনি এই অফারটি নিতে পারবেন না। কারণ বর্তমান সময়ে সকল নিত্যপণ্যের দাম বৃদ্ধির সাথে সাথে ইন্টারনেটের দামও বৃদ্ধি করা হয়েছে। তাই সকল এয়ারটেল গ্রাহক এই অফারটি উপভোগ করতে পারছে না।
তবে এয়ারটেল নতুন সিম ও বন্ধ সিমে ১৭ টাকায় ২ জিবি ইন্টারনেট সহজেই পেতে পারেন। এজন্য ফোনের ডায়াল অপশন থেকে *১২১*৮৮৭# ডায়াল করতে হবে।
তারপরে আপনি যদি উক্ত অফারটি পাওয়ার যোগ্য হন এবং আপনার ব্যালেন্সে যদি ১৭ টাকা বা তার অধিক থাকে তাহলে ২ জিবি ইন্টারনেট চালু হয়ে যাবে।
17 টাকায় ২ জিবি কোড এয়ারটেল
এয়ারটেল সকল গ্রাহক ১৭ টাকায় ২ জিবি এই অফারটি উপভোগ করতে পারবে না। কারণ এই প্যাকেজের মূল্য বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে এয়ারটেল ২.৫ জিবি ইন্টারনেট কিনতে ৩৮ টাকা লাগবে।
এছাড়া বন্ধ এয়ারটেল সিমে এবং নতুন এয়ারটেল সিমে 17 টাকায় ২ জিবি অফারটি পেলেও পেতে পারেন। এজন্য *১২১*৮৮৭# ডায়াল করুন।
17 টাকায় ২ জিবি কেনার কোড
এয়ারটেল সিম 17 টাকায় ২ জিবি কেনার কোড হচ্ছে *১২১*৮৮৭# । এই কোড ডায়াল করার মাধ্যমে এয়ারটেল সিমে ২ জিবি ইন্টারনেট ১৭ টাকায় পেয়ে যেতে পারেন। তবে এয়ারটেলের সকল গ্রাহক এই অফার প্রযোজ্য নয়।
বিশেষ কিছু এয়ারটেল গ্রাহক ২ জিবি ইন্টারনেট ১৭ টাকায় কিনতে পারবে। তাই আপনিও উপরোক্ত কোড ব্যবহার করে নিশ্চিত হন আপনি অফারটি পাওয়ার যোগ্য কিনা।
এয়ারটেল ১৯ টাকায় ২ জিবি কোড
আপনি যদি এয়ারটেল কোম্পানি নতুন সিম কিনে থাকেন। তাহলে এয়ারটেল ১৯ টাকায় ২ জিবি ইন্টারনেট অফারটি শুধুমাত্র আপনার জন্য। এয়ারটেল ১৯ টাকায় ২ জিবি ইন্টারনেট শুধুমাত্র নতুন সিমের জন্য প্রযোজ্য।
এই অফারটি চালু করতে অনেক ডায়াল প্যাড থেকে *১২১*৮৮৭# ডায়াল করুন। এখন আপনার ফোনে যদি ১৯ টাকা অথবা ১৯ টাকার বেশি থাকে তাহলে অফারটি চালু হয়ে যাবে।
এয়ারটেল নতুন সিম অফার 19 টাকা 2GB
এয়ারটেল নতুন সিমে 19 টাকা 2 জিবি প্যাক কিনতে *১২১*৮৮৭# ডায়াল করুন। তারপরে *৩# ডায়াল করে দেখে নিন অফারটি চালু হয়েছে কিনা।
এয়ারটেল নতুন সিমের ১৯ টাকায় ২ জিবি অফার শুধুমাত্র নতুন সিমের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ, আপনার যদি এয়ারটেল পুরাতন সিম হয় তাহলে এই অফারটি উপভোগ করতে পারবেন না।
এয়ারটেল এমবি অফার ২০২৪
এয়ারটেল সিমে সাশ্রয়ী এমবি কিনতে এয়ারটেল অ্যাপ ব্যবহার করতে হবে। প্রতিনিয়ত এয়ারটেল অ্যাপে স্বল্পমূল্যে এমবি অফার পাওয়া যায়। তাই আপনি যদি একজন এয়ারটেল গ্রাহক হয়ে থাকেন তাহলে প্লে-স্টোর থেকে এয়ারটেল অ্যাপ ইনস্টল করুন।
এছাড়া এয়ারটেল এমবি অফার ২০২৪ সম্পর্কে আরো বিস্তারিত জানতে এয়ারটেল অফিশিয়াল ওয়েবসাইটের ভিজিট করতে পারেন। এই https://www.bd.airtel.com/ ওয়েবসাইটে ভিজিট করে যত খুশি তত ইন্টারনেট অফার উপভোগ করুন।
সারকথা
আজকের এই পোস্টে 17 টাকায় ২ জিবি এয়ারটেল সিমে অফারটি পাওয়া যাবে কিনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও কিভাবে এয়ারটেল ১৯ টাকায় ২ জিবি কিনতে হয় তা জানতে পারবেন আজকের পোস্ট থেকে।