Information

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক

বিদেশে যাওয়ার জন্য ভিসায় আবেদন করবেন কিন্তু ভিসা রেডি হয়েছে কিনা জানেন না? পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক নিশ্চিত হতে পারবেন আপনার ভিসা হয়েছে কিনা। আজকের পোস্টে সকল দেশের ভিসা চেক করার সহজ নিয়ম জানতে পারবেন।

ডিজিটাল যুগে, ভিসা নিয়ে প্রতারিত হবার কোন সুযোগ নেই। কেননা এখন ঘরে বসেই যেকোনো দেশের ভিসার স্ট্যাটাস চেক করতে পারবেন পাসপোর্ট নাম্বার দিয়ে। 

তো চলুন, আজকের পোস্টে পাসপোর্ট নাম্বার দিয়ে যেকোন দেশের ভিসা চেক করার বিস্তারিত নিয়ম জেনে নেই। 

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করুন 

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে প্রথমে যেকোনো একটি ব্রাউজারে গিয়ে যে দেশের ভিসা চেক করতে চাচ্ছেন সেই দেশের নাম ইংরেজিতে লিখুন সার্চ করুন। এরপরে প্রথম ওয়েবসাইটে ভিজিট করবেন। 

ওয়েবসাইটে ভিজিট করার পর এখন আপনার পাসপোর্ট নাম্বার, নিজের দেশের নাম এবং ক্যাপচা কোড পূরণ করবেন। অতঃপর Search/Submit/Check বাটনে ক্লিক করলে আপনার ভিসা রেডি হয়েছে কিনা জানতে পারবেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে নিচের ধাপগুলো ফলো করুন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে যেকোন দেশের ভিসা চেক করার পদ্ধতি:

ধাপ ১: গুগলে সার্চ করুন 

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসার স্ট্যাটাস চেক করতে প্রথমে গুগলে যাবেন। তারপরে যে দেশের ভিসা চেকিং করতে চাচ্ছেন, সেই দেশের নাম ইংরেজিতে লিখুন। আমি সৌদি আরবের ভিসা চেক করতে চাচ্ছি। এজন্য গুগলে গিয়ে saudi visa check লিখে সার্চ করবো। এখন প্রথম ওয়েবসাইটে প্রবেশ করবো। 

ধাপ ২: পাসপোর্ট নাম্বার প্রদান করুন 

ওয়েবসাইটে প্রবেশ করার পর এখন আপনার পাসপোর্ট নাম্বার প্রদান করতে হবে। Passport No এর ঘরে সঠিক পাসপোর্ট নাম্বার দিয়ে যদি কোন ক্যাপচা কোড থাকে তা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন। তারপরে আপনার ভিসার স্ট্যাটাস চেক করতে পারবেন মাত্র ১ মিনিটে। 

এভাবেই উপরোক্ত দুইটি ধাপ অনুসরণ যেকোনো দেশের ভিসা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে পারবেন। আপনাদের সুবিধার্থে নিচে বেশ কয়েকটি দেশের ভিসা চেকিং করার পদ্ধতি উল্লেখ্য করা হল। 

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক 

  • পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করতে visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData ওয়েবসাইটে প্রবেশ করুন;
  • এরপরে আরবি ভাষা না বুঝলে, ইংরেজি ভাষায় অনুবাদ করুন; 
  • এবার Passport Number এর ঘরে আপনার পাসপোর্ট নাম্বার লিখুন;
  • Current Nationality এর ঘরে Bangladesh সিলেক্ট করুন;
  • এরপরে Visa type থেকে আপনার ভিসার ক্যাটাগরি সিলেক্ট করুন;
  • তারপরে Arrival point থেকে Dhaka সিলেক্ট করুন;
  • অতঃপর ক্যাপচা পূরণ করে Conduct research বাটনে ক্লিক করুন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক

এখন আপনার সৌদি আরবের ভিসার স্ট্যাটাস চেক করতে পারবেন। এভাবেই মাত্র এক মিনিটে খুব সহজে উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে সৌদি আরবের ভিসা হয়েছে কিনা যাচাই করতে পারবেন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম 

  • পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করতে প্রথমে https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus ওয়েবসাইটে প্রবেশ করুন;
  • এরপরে No Passport এর ঘরে আপনার পাসপোর্ট নাম্বার লিখুন;
  • এখন Warganegara অপশনে থেকে Bangladesh সিলেক্ট করুন;
  • সবশেষে ডান পার্শ্বের Carian বাটনে ক্লিক করুন মালয়েশিয়া ভিসা হয়েছে কিনা জানতে পারবেন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক

এভাবেই উপরে দেখানো পদ্ধতির মাধ্যমে মাত্র এক মিনিটে পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করতে পারবেন খুব সহজেই। 

পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক

  • পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করতে প্রথমে গুগলে সার্চ করুন Dubai Visa Check অথবা https://smartservices.icp.gov.ae/echannels/web/client/default.html#/fileValidity এই ওয়েবসাইটে প্রবেশ করুন;
  • এরপরে Search By থেকে Passport Information নির্বাচন করুন;
  • এখন Select the Type থেকে Visa নির্বাচন করুন;
  • Passport No এর ঘরে পাসপোর্ট নাম্বার এবং নিচের ঘরে পাসপোর্টের মেয়াদ শেষের তারিখ লিখুন;
  • Nationality অপশন থেকে Bangladesh সিলেক্ট করুন;
  • অতঃপর ক্যাপচা পূরণ করে Search বাটনে ক্লিক করুন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক

তাহলে আপনার দুবাই ভিসা হয়েছে কিনা অথবা দুবাই ভিসা আসল কিনা চেক করতে পারবেন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করার নিয়ম 

  • পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করতে প্রথমে https://portal.moi.gov.qa/wps/portal/MOIInternet/ ওয়েবসাইটে প্রবেশ করুন;
  • তারপরে Inquiries বাটনে ক্লিক করুন;
  • এখান থেকে Visa Services অপশন থেকে Visa Inquiry and Printing বাটনে ক্লিক করুন;
  • এবার Passport Number সিলেক্ট করে নিচে আপনার পাসপোর্ট নাম্বার লিখুন;
  • Nationality থেকে Bangladesh সিলেক্ট করুন;
  • অতঃপর ক্যাপচা পূরণ করে Submit বাটনে ক্লিক করুন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক

তাহলেই খুব সহজে পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করতে পারবেন মাত্র এক মিনিটে। এছাড়া কাতার ভিসা যদি হাতে পেয়ে থাকেন তাহলে ভিসা আসল না নকল সেটাও যাচাই করতে পারবেন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার জন্য https://indianvisaonline.gov.in/visa এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপরে Check Your Visa Status অপশনে সরাসরি ক্লিক করবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করুন 

তারপরে যথাক্রমে Application Id, Passport No এবং নিচের ক্যাপচা কোড পূরণ করবেন। অতঃপর Check Status বাটনে ক্লিক করুন। 

এখন আপনার ইন্ডিয়ান ভিসা কি অবস্থায় রয়েছে এবং ইন্ডিয়ান ভিসা হয়েছে কিনা চেক করতে পারবেন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে ইতালি ভিসা চেক

  • পাসপোর্ট নাম্বার দিয়ে ইতালি ভিসা চেক করার জন্য visa.vfsglobal.com/bgd/en/ita/ ওয়েবসাইটে ভিজিট করুন; 
  • তারপরে, Track your application মেন্যু হতে Track Now অপশনে ক্লিক করুন। 
  • এরপরে, Reference Number লিখুন;
  • এখন, আবেদনকারীর Last Name লিখবেন; 
  • অতঃপর, ইমেজে থাকা ক্যাপচা কোড পূরণ করে Submit বাটনে ক্লিক করুন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করুন 

এভাবেই খুব সহজে পাসপোর্ট নাম্বার দিয়ে ইতালি ভিসার তথ্য জানতে পারবেন মাত্র ১ মিনিটে। এছাড়া ইতালি ভিসা আসল না নকল তাও যাচাই করতে পারবেন।

FAQ

শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করা যাবে? 

জ্বি, শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে যেকোন দেশের ভিসা চেক করতে পারবেন। এর পাশাপাশি ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করা যায়। 

সারকথা 

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম আজকের পোস্টে বিস্তারিত উল্লেখ্য করা হয়েছে। উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে যেকোন দেশের ভিসা চেক করতে পারবেন খুব সহজেই। 

Nawshin Kotha

I am Nawsin Hasan Kotha. I am Living in USA. I am a SEO expert.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button